বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে স্কুল ও মাদ্রাসা সাবজোন ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবজোনের প্রথম খেলা বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় বনাম আশাশুনি আলিয়া মাদ্রাসা মুখোমুখি হয়। খেলায় বলাবাড়িয়া ১-০ গোলে আশাশুনি আলিয়া মাদ্রাসাকে হারিয়ে জয়লাভ করে। পরে সাড়ে ১১ টায় দ্বিতীয় খেলায় কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় বনাম চাপড়া মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় কোদন্ডা ১-০ গোলে চাপড়াকে হারিয়ে জয়লাভ করে। খোলা পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক ও রেফারি আছাদুল হক, আরিফ বিলাহ, ইমরান হোসেন ও সন্যাসি মন্ডল। আজ রোববার বিকাল ৩ টায় একই মাঠে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় বনাম বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় ও বিকাল ৪ টায় কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় বনাম আল-মাদানী দাখিল মাদ্রাসা, গোদাড়া মুখোমুখি হবে। এছাড়া সকাল ১০ টায় একই মাঠে ৮ স্কুলের বালিকাদের ফুটবল প্রতিযোগিতা হবে।