এম এম নুর আলম \ আশাশুনির বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৯ম ও ১০ শ্রেণির ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী ৪০৮ শিক্ষার্থীকে একটি করে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস এ ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন জন শুমারী ও গৃহ গণনা ২০২১ প্রকল্পের ক্রয়কৃত ট্যাবলেটের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত ট্যাবলেট বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক আশাশুনি উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৪টি মাদ্রাসার ৯ম ও দশম শ্রেণিতে ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী ৪০৮ শিক্ষার্থীকে একটি করে ৪০৮ টি ট্যাবলেট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, নির্বাচন অফিসার অনুজ কুমার গাইন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রকিব, পরিসংখ্যান অফিসার জামাল উদ্দিন ফারুকী, জুনিয়র পরিসংখ্যান সহকারী রাজু আহমেদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষমন্ডলী উপস্থিত ছিলেন।