রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আশাশুনিতে স্বল্পমূল্যে ভারতীয় রুপি বিক্রয়ের প্রলোভনে প্রতারনাকালে আটক-২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

আশাশুনি প্রতিনিধি/বড়দল প্রতিনিধি \ আশাশুনিতে ভারতীয় রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের প্রলোভনে প্রতারণাকালে জনতার হাতে ধৃত এক প্রতারককে পুলিশে হস্তান্তর করেছে বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে কাজল গাজী দীর্ঘদিন ধরে ডলার/রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের নামে প্রতারনা করে আসছিল। এরই অংশ হিসাবে সে শ্যামনগর উপজেলার সোনা মুদারী গ্রামের বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে স্বপন কুমার মন্ডলের সাথে যোগাযোগ করে ভারতীয় রুপি স্বল্প মূল্যে বিক্রয় করার প্রলোভন দেখায়। স্বপন মন্ডল বুধবার সকালে প্রতাপনগরে এসে প্রতারক কাজলের কাছে ২লক্ষ ১০হাজার টাকা প্রদান করে মানমাত্র ভারতীয় রুপির একটি প্যাকেট গ্রহন করে। এখানে রুপি গননা করা যাবেনা, শ্যামনগরে গিয়ে গুনে টাকা বুঝ করে দেয়া হবে বলে এক সাথে সেখান থেকে বের হয় দুজন। মটরসাইকেলে রওয়ানা দেয়ার পর কাজল দ্রুত গতিতে মটরসাইকেল টেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্বপন বিষয়টি বুঝতে পেরে পিছু ধাওয়া করতে থাকে। বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা খেলারমাঠ এলাকায় পৌছালে মটরসাইকেল থামাতে সক্ষম হলে কাজল মটরসাইকেল থেকে নেমে বিলের মধ্যে ছুটে পালাতে থাকলে স্থানীয় জনগণ পিছু নিয়ে তাকে আটক করে। এসময় জনতা তার কাছ থেকে ৩৮হাজার ৫শত টাকা ও ৪শত ভারতীয় রুপি উদ্ধার করে। অবস্থা বেগতিক দেখে বড়দল ইউপি চেয়ারম্যান তাকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে পরিষদে এনে থানা পুলিশে হস্তান্তর করে। ওসি মমিনুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত কাজল ও প্রতারনার শিকার স্বপনকে থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com