বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে সভায় সাতক্ষীরা সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ ত্রীতার্থ ঘোষ উপস্থিত থেকে আলোচনা রাখেন। সভায় ইপিআই সহ মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ নাইম হোসেন নয়ন, ডাঃ আশিকুর রহমান, ডাঃ কৃষ্ণা বসাক, এমটিইপিআই শংকর কুমার মল্লিক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ।