বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্য পরিদর্শক কবির আহমেদ, রমেশ চন্দ্র মন্ডল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা প্রমূখ আলোচনা রাখেন।