এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়িতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন চিত্র তুলে ধরে উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আগরদাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠাকের আয়োজন করা হয়। কুল্যা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা ০৩ আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন, আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের কাছে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে এবিএম মোস্তাকিম আরও বলেন, দেশ আজ উন্নয়নের দূর্বার গতিতে এগিয়ে চলেছে। আওয়ামীলীগ সরকার আজ সব ক্ষেত্রে বিজয় অর্জন করেছে। শত বাঁধা পেরিয়ে শেখ হাসিনা সরকার পদ্মা সেতু নির্মান করে বিশ্ব দরবারে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এর পরপরই মেট্রোরেল, বঙ্গবন্ধু কর্ণফুলি ট্যানেল নির্মান করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, ভূমিহীনদের জমিসহ ঘর দিয়েছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ববতী ভাতা, শিশু ভাতা, শিক্ষা বৃত্তি সহ অসংখ্য ভাতা চালু করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রেশন কার্ড, টিসিবি কার্ড, ভিজিডি কার্ডের মাধ্যমে গরীব, অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছেন। এসময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এক শ্রেনীর মানুষ সরকারের এসকল উন্নয়ন চোখে দেখতে পায়না। সাধারণ মানুষের মাঝে সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য তুলে ধরায় তাদের কাজ। গাছ কেটে, সড়ক অবরোধ করে, জ্বালাও পোড়াও করে শান্ত দেশকে অশান্ত করাই জামাত বিএনপি কাজ। মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। তাই দেশের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে উন্নয়নের সরকার শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিতে সকলকে আহবান জানান আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ দিবাশীষ মূখার্জীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আ ব ম মোসাদ্দেক, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল হক টিটুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন প্রমূখ। ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরের সঞ্চালনায় এসময় জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।