এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত ও এক আরোহি আহত হয়েছে। বৃহস্পতিবার মহিষকুড় বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আবুল কালাম মোড়ল জানান, ঘটনার সময় শ্রীউলা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের ফজর আলী গাজীর ছেলে মকফুল হাসান (৪০) ও কামরুল গাজীর ছেলে হাসানুর (২১) মোটর সাইকেলে আশাশুনির দিকে আসতেছিলেন। এসময় মহিষকুড় বাজারের কাছে মোল্যা বাড়ির সামনে পৌছলে পিছন দিক থেকে একটি মাইক্রো ধাক্কা দিলে তারা সড়কের উপর ছিটকে পড়লে মাইক্রোর চাপায় গুরুতর আহত হন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত দু’জনকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে পৌছে দেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক মকফুল মারা গেছে বলে ঘোষণা করেন। পরবর্তীতে আহত হাসানুরকে সাতক্ষীরা হাসপাতালে রেফার করা হয় বলে জানাগেছে।