বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামীসহ দুই আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় এএসআই নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাতক্ষীরা জেলা জজ আদালত-১ এর জিআর বডি তামিল ওয়ারেন্টভূক্ত (৩০২/৩৯৪ ধারা) হত্যা মামলার পলাতক আসামী খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের শামসুর গাজীর ছেলে শফিকুল ইসলমকে গোপন সংবাদের ভিত্তিতে তুয়ারডাঙ্গা স্কুল বাড়ির সামনে থেকে আটক করেন। আটককৃত আসামীকে শুক্রবার সকালে বিচারার্থে আদালতে প্রেরণ করা হবে বলে থানাসূত্রে জানাগেছে। অপরদিকে, বুধবার এএসআই নাজিম উদ্দীন, এএসআই পূর্ননন্দ হরি সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-২৬৮/১৯ ওয়ারেন্টভূক্ত ছয় মাসের সাজাপ্রাপ্ত এবং দুই হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী উপজেলার কোলা গ্রামের সাম আলী সরদারের ছেলে আবুল হাসান সরদারকে তার নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত আসামীকে বৃহস্পতিবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।