বিশেষ প্রতিনিধি \ বাংলাদেশ হিন্দু কল্যান ফাউন্ডেশন আশাশুনি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি বাজার চত্বরে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন কল্পে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক ও জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক সুশান্ত মন্ডল। কাশিনাথ মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদস্য সচিব এড. অনুপ কর্মকার, যুগ্ম সচিব সুকুমার কুমার, সিনিয়র সদস্য প্রভাষক পাল সুভাশিষ, প্রভাষক সদানন্দ, প্রদীপ কুমার মন্ডল, অশোক মিস্ত্রী, তুলসী চন্দ্র পাল, ইউপি সদস্য উত্তম কুমার দাশ, সত্যরঞ্জন বৈরাগী, বুধাহাটা সনাতন সমাজ সেবা সংঘের সিনিয়র সহ-সভাপতি ভবেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক অনুরুদ্ধ মন্ডল, প্রধান শিক্ষক নলিনী রঞ্জন সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি বৃন্দ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কাশিনাথ মন্ডলকে আহবায়ক, তুলসী চন্দ্র পাল, ইউপি সদস্য উত্তম কুমার দাশ, ভবেন্দ্রনাথ সরকার ও সুজন সানাকে যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য দিবাকর সেনকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় আগামী দুই মাসের মধ্যে উপজেলার ১১টি ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে উপজেলা পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য জেলা নেতৃবৃন্দ নির্দেশনা প্রদান করেন।