বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি সদর কালী মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলার শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাবেক শিক্ষক কালিপদ রায়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মৃন্ময় মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাবেক শিক্ষক সমীরণ কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক তুলসী চন্দ্র পাল, কাশিনাথ মন্ডল, সুমন মুখার্জী, কালিদাস চক্রবর্তী, স্বপন কুমার বিশ্বাস, দেবাকর সেন, বিবেকানন্দ মন্ডল লিটন, সদর ইউনিয়ন সভাপতি ধর্মদাস মন্ডল, সাধারণ সম্পাদক শংকর সরকার, যুব ঐক্য পরিষদের আহবায়ক কমলেশ সরকার, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধার্থ হালদার, সমীরণ চক্রবর্তী প্রমূখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন গঠন সহ সরকারি দলের নির্বাচন ইস্তেহারে উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।