বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়দল গ্রামের মনিরুল গাজীর ছেলে ইসমাইল গাজী (২২)কে গোপন সংবাদের ভিত্তিতে বড়দল ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী সানার বাড়ির সামনে থেকে ১০০গ্রাম গাঁজাসহ আটক করেন। আটককৃত আসামীকে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-১৪(৯)২০২১ মামলা রজুকরে শুক্রবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।