মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে \ আশাশুনিতে খাদ্য অধিদপ্তরের পরিচালনায় ৩০টাকা কেজি দরে চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা খাদ্য গুদামের নিয়ন্ত্রক সঞ্জায় কুমার দাস, বড়দল খাদ্য গুদামের ইনচার্জ জাহাঙ্গীর আলম, আশাশুনি খাদ্য গুদামের ইনচার্জ উত্তম কুমার ভক্ত প্রমূখ উপস্থিত ছিলেন। জানাগেছে, ওএমএস কার্যক্রমের আওতায় উপজেলার ২টি ইউনিয়নের নির্ধারিত ২টি স্থানে ডিলারদের মাধ্যমে প্রতি কেজি ৩০টাকা দরে একজন গ্ৰাহক সর্বোচ্চ ৫কেজি চাউল নিতে পারবেন। প্রতি সপ্তাতের শনি থেকে বৃহস্পতি ৫দিন দিন এ কার্যক্রমের আওতায় ১জন ডিলারের দোকান থেকে সর্বোচ্চ ৪০০টি পরিবার এ কম দামে চাউল ক্রয়ের সুবিধা পাবে। এদিকে উপজেলার বুধহাটা এবং পাশ্ববর্তী আশাশুনি সদর ইউনিয়নে ডিলারদের মাধ্যমে এ চাউল বিক্রি করা হলে উপজেলার অধিকাংশ অসহায় পরিবার সরকার প্রদত্ত সুবিধা থেকে বঞ্চিত হবে এমনটি ধারণা করছেন সচেতন মহল। প্রতাপনগর ইউনিয়নের ভ্যান চালক আলমগীর হোসেন জানান, বুধহাটা ইউনিয়নের চাপড়া বাস স্টান্ড ও আশাশুনি সদর ইউনিয়নের আশাশুনি সদর বাজার বেইলী ব্রীজের এপ্রান্ত ও ওপ্রান্তে অবস্থিত হওয়ায় একই এলাকার মানুষ এ সুবিধা ভোগ করবে। পাশাপাশি দুটি ইউনিয়নের পাশাপাশি দু’জন ডিলারের মাধ্যমে চাউল বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে অলরেডি উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কম দামে চাউল ক্রয়ের সুবিধা যাহাতে উপজেলার সব ইউনিয়নের অসহায় পরিবার ভোগ করতে পারে সে চেষ্টা করবো।