বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে গরু হৃষ্ট পুষ্ট করণ বিষয়ক ৩ দিনের খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রাণি সম্পদ দপ্তর এর আয়োজনে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্ট পুষ্টকরণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম রউফ ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। এলাকার খামারীদের অংশ গ্রহনে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ ও গরু মোটাতাজাকরণ উপকরণ বিতরণ করা হয়।