বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানার আসামীসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আব্বাস আলী, বিজন কুমার সরকার, এএসআই নজরুল ইসলাম ও জিয়াউর রহমান মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জিআর পরোয়ানা-৪৫৯/১৭(শ্যাম) এর আসামী বকচর গ্রামের শহিদুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম সানা, নুরুজ্জামানের ছেলে শাহনেওয়াজ ওরফে মিঠু সরদার, নন-জিআর পরোয়ানা -৬৭/২৩(আশাঃ) এর আসামী মির্জাপুর গ্রামের আমজেদ সানার ছেলে কাজল সানা, মৃত জয়নুদ্দিন সানার ছেলে আমজেদ এবং নিয়মিত মামলা নং- ১১(৭)২৩ এর আসামী ঢালীরচক গ্রামের সুভাষ তরফদারের চন্দন তরফদার ওরফে তনয় তরফদারকে গ্রেফতার করেন।