আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এ ৮৬৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ৩০ ডিসেম্বর শুক্রবার উপজেলার ৩ কেন্দ্রে পরীক্ষা শুরু হবে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে। উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম জানান, আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। সর্বশেষ ২০০৮ সালে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। সবশেষ ২০১৯ সালে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কোভিড-১৯ এর কারণে পরীক্ষা বন্ধ ছিল।