আশাশুনি প্রতিনিধি ॥ “খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যর আলোকে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডায় আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চেউটিয়া অগ্রয়ী ক্লাব ফুটবল একাদশ ১-০ গোলে বারানসিপুর সবুজ সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার বিকালে কাপসন্ডা ফুটবল মাঠে দুই দলের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় প্রথমার্ধে কোন দলই করতে পারেনি। দ্বিতীয় অর্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেউটিয়া অগ্রয়ী ক্লাবের শরিফুল ইসলাম অপু ১৭ মিনিটের মাথায় একমাত্র গোল করে দলকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে ক্লাবের সভাপতি ও কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন ৮ নং খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বাচ্চু। খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন একমাত্র গোলদাতা শরিফুল ইসলাম অপু। ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন সাব্বির হোসেন। খেলা পরিচালনা করেন নাজমুল হুদা, এ কে এম আজাদ কাকন, আব্দুল গাফফার ও মোহাম্মদ রানা। ধারাভাষ্যে ছিলেন মোহাম্মদ আশরাফ হোসেন ও মফিজুল ইসলাম। খেলায় চ্যাম্পিয়ন দলকে ২৬০ লিটার ও রানার আপ দলকে ১৭৭ লিটারের ফ্রীজ প্রদান করা হয়।