বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে ৯৯৯ এ কল করার জের ধরে এক বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এসময় ঐ বিয়ে বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে অপ্রাপ্ত বয়স্ক ছেলে ও মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতিকালে ছেলের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুর ২.৩০ টার দিকে ট্রিপল নাইনে কল করার জের ধরে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আনুলিয়া ইউনিয়নের গোরালী গ্রামের জৈনক এক মেয়ে (১৪) এর সাথে একই এলাকার আফান গাজীর ছেলেকে বাল্যবিবাহ দেওয়ার প্রস্ততিকালে ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে আটক করে ছেলের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী, এসআই আব্দুল জব্বার, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমূখ উপস্থিত ছিলে।