এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ থেকে ব্যাটারী, দানবাক্স ভেঙ্গে টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি যেন কোনভাবেই থামছে না। গত কয়েকদিনের ভিতরে উপজেলার বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক মসজিদে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকে এভাবে চুরির ঘটনায় মুসল্লীবৃন্দ ও সচেতন মহলে নানা ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি চুরি হওয়া বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লীদের সাথে কথা বলে জানাগেছে, গত এক মাসের ভিতরে উপজেলার কুল্যা ইউনিয়নের বাইতুল আমান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কাটাখালি জামে মসজিদ, কচুয়া বাইতুন নূর (চেয়ারম্যান বাড়ি) জামে মসজিদ, কচুয়া মীরপাড়া জামে মসজিদ, কুল্যা ব্রীজ সংলগ্ন মসজিদ, কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি হলদেপোতা আহলে হাদীস জামে মসজিদ, কাদাকাটি সানাবাড়ি আহলে হাদীস জামে মসজিদ, মিত্র তেঁতুলিয়া বাইতুন নূর জামে মসজিদ, আশাশুনি সদরের কারিকরপাড়া জামে মসজিদ, হাড়িভাঙ্গা পুরাতন জামে মসজিদ, আদালতপুর পুরাতন জামে মসজিদ, কোদন্ডা কারিকরপাড়া জামে মসজিদ, শোভনালী ইউনিয়নের লতাখালি বাইতুন নূর জামে মসজিদ, বসুখালি পশ্চিমপাড়া জামে মসজিদ, বসুখালি দারুস সালাম জামে মসজিদ, লতাখালি পাঞ্জেগানা মসজিদ, শ্রীউলা ইউনিয়নের শীতলপুর জামে মসজিদ, শ্রীউলা টাওয়ার মোড় জামে মসজিদ, মহিষকুড় উত্তরপাড়া পাঞ্জেগানা মসজিদ, দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর বাইতুন নাজাত জামে মসজিদ, বুধহাটা ইউনিয়নের পদ্ম বেউলা জামে মসজিদ, বাউশুলি জামে মসজিদ, শ্বেতপুর মধ্যপাড়া আহলে হাদীস জামে মসজিদ, নওয়াপাড়া ঢালীবাড়ি জামে মসজিদ, বড়দল ইউনিয়নের জামালনগর উত্তরপাড়া জামে মসজিদ, খাজরা ইউনিয়নের খালিয়া পূর্বপাড়া জামে মসজিদ ও কমলাপুর জামে মসজিদসহ অর্ধশতাধিক মসজিদ থেকে চুরির ঘটনা ঘটেছে। এসব জায়গার অধিকাংশ মসজিদে তালা দেওয়া না থাকার সুযোগে দিনের বেলায় চোরেরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢুকে অভিনব কায়দায় সকলের চোখ ফাঁকি দিয়ে ব্যাটারী, দানবাক্স ভেঙ্গে টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করেছে। চোরদের অধিকাংশই মোটরসাইকেল যোগে দূর থেকে এসে এমন কর্মকান্ড ঘটিয়েছেন বলে অনেকেই ধারনা করেছেন। ধর্মীয় প্রতিষ্ঠানে একের পর এক এ ধরনের চুরি মানুষকে ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যে অধিকাংশ মসজিদ কর্র্তৃপক্ষ এখন সচেতন হয়ে মসজিদগুলোতে দিনের বেলায়ও জামাত শেষ করে তালা লাগানো শুরু করেছেন। তবে স্থানীয় এসব মুসল্লীরা সম্প্রতি ধর্মীয় প্রতিষ্ঠানে এসব চুরির ঘটনায় হতভাগ হয়েছেন। স্থানীয় সচেতন মহল ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ এসব চুরির সাথে জড়িত ব্যক্তিদেরকে শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।