এম এম নুর আলম \ সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সদস্য আশাশুনির মোঃ আব্দুল হাকিম। বৃহস্পতিবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে তিনি নির্বাচিত হন। সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশিদের পরিচালনায় সকল সদস্য ও সদস্যাদের ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়। নির্বাচনে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের আস্থাভাজন আব্দুল হাকিম প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হন। বিজয়ী আব্দুল হাকিম প্রতিদ্ব›দ্বী প্রার্থী গোলাম মোস্তফাকে ৬-৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। উল্লেখ্য, আব্দুল হাকিম জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান এবং জেলা পরিষদের পক্ষ থেকে প্রাপ্ত অর্থ সহায়তা দানের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তিনি আশাশুনি উপজেলায় জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জেলা পরিষদের সুনাম ও সুখ্যাতি বৃদ্ধিতে যথাযথ ভূমিকা পালনে বদ্ধপরিকর। তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আগামীতে আরও উদ্যমের সাথে দায়িত্বশীলতার পরিচয় রাখতে যথাসাধ্য চেষ্টা করতে আগ্রহী। তিনি তার এই প্রাপ্তির জন্য জেলা পরিষদের সকল সদস্য, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও সদস্যসহ জেলাবাসীর কাছে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।