বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার ঐতিহ্যবাহী মক্কার পুকুর সংলগ্ন ঈদগাহ মাঠে আজ (শুক্রবার) তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত এ মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখবেন, ভোমরা স্থলবন্দর বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুজ্জামান আল আজাদী। আরার যুব সমাজ ও মুসলীবৃন্দের আয়োজনে মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন, মাওলানা আরিফুল ইসলাম আজাদী (সাতক্ষীরা) এবং তৃতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন, আরার মালীবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আমান উলাহ। আরার মালিবাড়ী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মালীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি জিয়াউর রহমানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসাবে জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার আহবান জানিয়েছেন আয়োজক কমিটি।