সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আশাশুনির একাধিক স্থানের বেড়ী বাঁধ ভাঙ্গন পরিদর্শনে কর্মকর্তাবৃন্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সদর ইউনিয়নের মানিকখালী ও বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার মরিচ্চাপ নদীর বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের এসও, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। মঙ্গলবার ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন কর্মকর্তাবৃন্দ। মানিকখালী চরে প্রটেকশান বাঁধ ভেঙ্গে চরের বাসিন্দাদের মৎস্য ঘের, পুকুর, বসতবাড়ি নিমজ্জিত হয়েছে। নদী খনন কাজ শুরুর পর চর এলাকায় গিয়ে কাজ বন্দ করে রাখা হয়। ম্যাপ অনুযায়ী খননকাজ করার দাবীতে এবং এলাকা রক্ষার্থে সুরক্ষা বাঁধের দাবীতে আবেদন, নিবেদন, মানববন্ধনসহ নানা কর্মসূচি নেওয়া হয়। সরকারি ও পাউবোর উর্দ্ধতন কর্মকর্তা এলাকা পরিদর্শন ও বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন। কিন্তু খনন কাজে নিয়মমত কাজ শুরু না করা, প্রটেকশান ব্যবস্থা না নেওয়ায় মধ্যম চাপড়ায় বাঁধে ভাঙ্গন, মানিকখালী চরে বাঁধ ভেঙ্গে মৎস্য ঘের, পুকুর ও ঘরবাড়ি নিমজ্জিত হয়েছে। ভাঙ্গন স্থান পরিদর্শন করেন, পাউবোর উপ—বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান ও আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। পরিদর্শনকালে চর রক্ষায় প্রতিরক্ষা বাঁধ নির্মানসহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও উপ—বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান গোয়ালডাঙ্গা বাজারে ভাঙ্গন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপ—বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান বলেন, এটি পাউবোর ওয়াবদা না। এ বাঁধটি নদী খননকৃত মাটি তবুও এটি নদী রক্ষা বাঁধ। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরি ভাবে জিও ব্যাগ দিয়ে কাজ করে আটকানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com