আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালীতে দুর্র্ধষ ডাকাতি সয়ঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে আফজাল সরদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। কলিমাখালী গ্রামের আয়নুদ্দীন সরদারের পুত্র আফজাল সরদারের বাড়ীতে সবাই প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩ টার দিকে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল তাদের ঘরের পিছনের জানালা ভেঙ্গে ৪ জন ঘরের মধ্যে ঢুকে আফজালের মা জামিলা বেগমের গলায় ফাঁস দিয়ে ধরে রাখে এবং এক জন আফজালের ভাগ্নের গলাচেপে ধরে বলে চিতকার করলে তোদের জানে মেরে দেব। বাকীরা ঘরে থাকা আলমারি ও বাক্স ভেঙে নগত ২ লক্ষ ৯৫ হাজার টাকা, লক্ষাধিক টাকার সোনা রূপার গহনাসহ মূল্যবান অনেক জিনিস পত্র নিয়ে যায়। গুরুতর আহত জামিলা বেগমকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে।