বিশেষ প্রতিনিধি \ পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে ও পাখির প্রতি ভালোবাসায় আশাশুনির রিভারভিউ কেওড়া পার্কের কেওড়া গাছে বাঁধা হয়েছে কলস ও ভাড়। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার আমার বন্ধু সংগঠনের উদ্যোগে এ পাখির অভয়াশ্রমের উদ্বোধন করেন, সদ্য বিদায়ী আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন। এসময় আশাশুনিতে সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সাতক্ষীরা জেলার আমার বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।