এম এম নুর আলম/ আব্দুল মোমিন \ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া খানকাহ্ শরীফ মসজিদে আনুমানিক দশ হাজারের অধিক মুরিদান, আশেকান, ভক্তবৃন্দ ও মুসলীবৃন্দ জুম্মার নামাজ আদায় করেছেন। শুক্রবার মসজিদে হযরত শাহ আব্দুল আজীজ (রহঃ) ও খানকাহ্ শরীফ চত্বরে পবিত্র জুমা’র নামাজ আদায় করেন তারা। এদিন সকাল থেকে বহু এলাকা হতে দলে দলে মুসলীবৃন্দ খানকাহ্ শরীফে জুমা’র নামাজ আদায়ের জন্য সমবেত হন। এছাড়াও বৃহস্পতিবার শেষ হওয়া গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলবী (রহঃ) ও গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ওরস ও ফাতেহা শরীফে আগত দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের অনেক মুরিদান এবং ভক্তবৃন্দ জুম্মার নামাজ আদায় করার জন্য দরবার শরীফে অবস্থান করছিলেন। সে কারণে জুমা’র আযানের আগেই মসজিদ মুসলীতে পূর্ণ হয়ে যাওয়ায় খানকাহ্ শরীফ চত্বরে সুবিশাল সামিয়ানার নিচে অনেক মুসলীবৃন্দকে নামাজ আদায় করতে হয়। মসজিদে হযরত শাহ আব্দুল আজীজ (রহঃ) তে পবিত্র জুমা’র নামাজে ইমামতি করেন, সদ্য শেষ হওয়া বাৎসরিক ওরস ও ফাতেহা শরীফের প্রধান মেহমান, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ) এর আওলাদ দিলীর হযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) এর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ)। এসময় হযরত গাওছুল আজম খুলনবী (রহঃ) এর আওলাদ ও বর্তমান গুনাকরকাটি খানকাহ্ শরীফের সাজ্জাদানশীন খাজা মোহাম্মাদ মিন্নাতুলাহ (মাঃজিঃ) সহ আওলাদবৃন্দ, বিভিন্নস্থান থেকে আগত হাক্কানী আলেম ওলামা, শিক্ষক, চিকিৎসক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণী-পেশার মুসলিবৃন্দ উপস্থিত ছিলেন। জুমা’র নামাজ আদায় শেষে প্রধান মেহমান সহ আগত সকলেই হযরত শাহ আব্দুল আজীজ (রহঃ) ও তার আওলাদবৃন্দের মাজার শরীফ জিয়ারাত করেন।