বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গোবিন্দপুর জামে মসজিদ ও গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজীয়া মাদ্রাসার উদ্যোগে ১২তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর হতে আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম জাফরী (পূর্ব মেদেনীপুর, ভারত)। আলহাজ্ব ডাঃ গাওছুল হক মোড়লের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ ক্বারী মাওলানা আফজাল হোসেন আশেকী (হবিগঞ্জ, সিলেট)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দপুর জামে মসজিদের পেশ ইমাম ও গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, পুরাহিতপুর জামে মসজিদের খতিব মোহাম্মাদ হাবিবুল্লাহ বাহার হাবিবী, আরার মালীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ আমানুল্লাহ প্রমূখ। আলহাজ্ব মাষ্টার একলাছুর রহমান ও এ্যাড. জিয়াউর রহমানের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে মাহফিলে এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম সাহেব আলী, আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল হক টিটুল, ইউপি সদস্য বশির আহমেদ টুকুসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।