বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় গোয়ালডাঙ্গা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ইনচার্জ আবদুল ওয়াজেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক মোঃ আবু সাদেক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। এসময় বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র অফিসার ও সাতক্ষীরার এজেন্ট ব্যাংকিং ইনচার্জ এ,এইচ,কে খায়রুল্লাহ, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকাত আলী, মৌলভী আব্দুল লতিফ কলেজের অধ্যক্ষ শাহানারা বেগম, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুশান্ত কুমার মন্ডল, বাইনতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কান্তি সানাসহ শিক্ষকবৃন্দ, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিববৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।