এড. তপন কুমার দাস \ আশাশুনির চাঞ্চল্যকর চন্দ্রশেখর সরকার হত্যা মামলার দ্বিতীয় দিনের মতো স্বাক্ষ্য গ্রহন করলেন সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান। ২০২০ সালের ১৯ অক্টোবর শোভনালীর একটি চিংড়ী ঘেরের বাসায় তাকে হত্যা করা হয়। ঘটনার পরের দিন নিহত চন্দ্র শেখরের পিতা শংকর সরকার অজ্ঞাতনামা আসামীদের নামে মামলা করলে পুলিশ তার নিকটতম বন্ধু মুবাশশির হোসেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের খাসকামরায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। গত ১১ জানুয়ারী পলাতক আসামী মুবাশশির হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। গতকাল এই চাঞ্চল্যকর মামলার চারজন সাক্ষী বিজ্ঞ আদালতে তাদের স্বাক্ষ্য প্রদান করেন তারা হলেন বৈকারঝুটি গ্রামের মৃত বলাই সরকারের পুত্র সূর্যকান্ত সরকার, এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন, শোভনালী গ্রামের রাজ্জাক সরদারের পুত্র আজিজুর রহমান ও একই গ্রামের রমজান আলী গাজীর পুত্র রহমত আলী।