শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

আশাশুনির তেঁতুলিয়া বাজার টু টেকা কাশিপুর রাস্তার বেহাল দশায় জনভোগান্তি চরমে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার টু টেকা-কাশিপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় ২কি: মি: ইটের সোলিং রাস্তার বেহাল দশায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন সহস্রাধিক ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। এ রাস্তাটি ব্যবহার করে জেলা সদর, আশাশুনি, পাশ্ববর্তী উপজেলা শ্যামনগর, খুলনা জেলার পাইকগাছা, কয়রাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয় এ এলাকাসহ পাশ্ববর্তী এলাকার সাধারণ মানুষের। রাস্তার অসংখ্য স্থানে ইট উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সামান্য বৃষ্টি নামলেই যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটির এমন পরিনতি ধারণা স্থানীয়দের। রাস্তাটির তেঁতুলিয়া ঋষিপাড়া, মোকামখালি গ্রামের কামাল সরদার, বাবু সরদার, মোকাম খালি গ্রামের ফটিক গাজী ও টিকা রামচন্দ্রপুর গ্রামের সিরাজুল সানার বাড়ির সম্মুখে বেশ কিছু এলাকা জুড়ে ইটের সোলিং রাস্তাটি যেন খানাখন্দে পরিনত হয়েছে। এসব স্থানে প্রায়ই ছোট-খাটো সড়ক দুর্ঘটনাসহ যানবাহন বিকল হওয়ার মত ঘটনা ঘটে থাকে। কাদাকাটির আসিফ ইকবাল রিপন জানান, সাতক্ষীরা জেলা এবং খুলনা জেলার দক্ষিণ অঞ্চল তালা উপজেলা ও পাইকগাছা উপজেলার বাঁকা বাজার ভায়া দরগাহপুর টু তেঁতুলিয়ার মানুষের যাতায়াতের এটি একমাত্র সড়ক। দীর্ঘদিন মেরামত না হওয়ায় মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এ সড়কটি ব্যবহারকারীরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পোহাতে হচ্ছে চরম ভাগান্তি। জরাজীর্ণ এ ২কিলোমিটার রাস্তা ব্যবহার করে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি সোনামনদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পোহাতে হয় ভোগান্তি। অতি গুরুত্বপূর্ণ জরাজীর্ণ সড়কটির সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com