এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নের নবনির্বাচিত সকল ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় আশাশুনি এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি গ্র“পে ভাগ করে আনুষ্ঠানিকভাবে লিখিত এ শপথ বাক্য পাঠ করান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। এসময় উপজেলার ১১ ইউনিয়নের ৯৯ জন সাধারণ সদস্য (মেম্বর) ও ৩৩ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য (মহিলা মেম্বর) আনুষ্ঠানিকভাবে লিখিত এ শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহনের পূর্বে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দ্বীপ, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানসহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।