আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম যোগদান করেছেন। জানাগেছে, গত ৫ ডিসেম্বর ২২ তারিখ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস অর্ডারে আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেনকে বদলি এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলামকে আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে যোগদানের নির্দেশ দেন। আশাশুনিতে যোগদানের পূর্বে তিনি কালিগঞ্জ থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।