এম এম নুর আলম \ আশাশুনির নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানকে উপজেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর উদ্যোক্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে উদ্যোক্তাবৃন্দ তাকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার উদ্যোক্তাদের বলেন, বর্তমান সরকারের অধিকাংশ সেবা জনসাধারনের দোড়গোড়ায় পৌছে দিতে আপনাদের ভূমিকা অপরিসীম। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে আপনারা মানুষের কাছে সহজে এসব ডিজিটাল সেবা পৌছে দিবেন। এছাড়াও যাতে জনসাধরন আপনাদের নিকট থেকে কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখবেন। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে, শোভনালী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাসুদ করিম সুমন, বুধহাটার বিলাল হোসেন, কুল্যার রবিউল ইসলাম, বড়দলের দেবব্রত মন্ডল, আশাশুনি সদরের তৈয়েবুর রহমান ও শরিফা খাতুন, প্রতাপনগরের রোকনউজ্জামান এবং আসমাউল হুসনা প্রমূখ উপস্থিত ছিলেন।