শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

আশাশুনির পাইথালীতে পরিবারের সদস্যদের অচেতন করে দুঃসাহসিক চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

আশাশুনি প্ররতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে পরিবারের সদস্যদের অচেতন করে জানালার গ্রীল খুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতের কোন এক সময়ে পাইথালী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবঃপ্রাপ্ত সহকারী শিক্ষক ময়নুদ্দীন সরদার (ময়না মাস্টার) এর বাড়ির সদস্যদের অচেতন করে জানালার গ্ৰীলের স্ক্রু খুলে এ চুরির ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা অবদি অচেতনাশকের ক্রিয়ায় ময়না মাস্টার এবং উনার সহধর্মিণী অচেতন অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ ঘটনায় কি পরিমান নগত অর্থ, স্বর্ণালংকারসহ অন্য জিনিস পত্র নিয়ে গেছে তার সঠিক তথ্য পাওয়া সম্ভব হয়নি। ময়না মাস্টারের ছোট মেয়ে মুক্তা জানান, চোরচক্রটি বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে সম্ভবত অচেতন করা স্প্রের মাধ্যমে বারান্ডায় গ্রীলের মধ্যে ঘুমিয়ে থাকা তার পিতা-মাতাকে অচেতন করে ঘরের পিছনের দিকের জানালার কাঠের ফ্রেমের সাথে স্ক্রু দিয়ে আটকানো গ্রীল খুলে ভিতরে প্রবেশ করে। রাতে তার ভাই বিল্ডিং এর দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলো। সে আরও বলে, তার মা সুস্থ হয়ে না উঠা পর্যন্ত কি পরিমান নগত অর্থ, স্বর্ণালংকারসহ অন্য জিনিস পত্র নিয়ে গেছে তার সঠিক তথ্য দেয়া সম্ভব হবে না। তবে ঘরের আলমারিতে তার শিক্ষিকা বোনের ১লক্ষ্য টাকা ও ৫ ভরি সোনার গহনা ছিলো সে গুলো খুজে পাওয়া যাচ্ছে না। সকালে বাড়িতে কাজ করার জন্য লোকজন এসে অনেক ডাকাডাকির পরে গেট না খোলায় তারা অচেতন করার বিষয়টি জানাতে পারে। পরবর্তীতে জানালার গ্রীল খুলে চুরির বিষয়টি জানতে পারে। শনিবার সকালে ঘটনাস্থান পরিদর্শন করেছেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিহাব হোসেন সঙ্গীয় ফোর্স। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক পরিবারের সদস্যদের অচেতন করে চুরির ঘটনায় উদ্বিগ্ন উপজেলাবাসী এ চক্রের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম (পিপিএম) এর কাছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com