আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির বিছটে নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষের মাঝে পুলিশ উপহার সামগ্রী বিতরণ করেছেন। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরন করা হয়। এসময় বিছট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ও পানিবন্দী হয়ে পড়া মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। উপহার সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন। এসময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, এসআই রাজিব মন্ডল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।