এম এম নুর আলম \ আশাশুনির বাজার রক্ষায় মরিচ্চাপ নদীর মুল নকশা অনুযায়ী অবশেষে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে মাপ জরীপ করে লাল পতাকা স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে এ সীমানা নির্ধারন করা হয়। সিরাজুল ইসলাম গং নির্বাহী প্রকৌশলী পওর বিভাগ-২ বরাবর আবেদনের প্রেক্ষিতে বিশেষভাবে বিবেচনার জন্য আশাশুনির সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ আ.ফ.ম রুহুল হক সুপারিশ করেন। সুপারিশের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের ৪নং পোল্ডারের এস.ও আলমগীর হোসেন, সার্ভেয়ার, ওয়ার্ক এ্যাসিট্যান্ড, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, সাবেক চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আ’লীগ নেতা ঢালী মোঃ সামছুল আলম, মনিরুজ্জামান বিপুলসহ বাজার ব্যবসায়ীদের উপস্থিতিতে পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ম্যাপ অনুযায়ী মাপ জরীপ করে সীমানা নির্ধারন করে লাল পতাকা স্থাপন করেন। সআশাশুনি বাজার রক্ষা এবং আয়ের অবলম্বন রক্ষায় মরিচ্চাপ নদীর মূল নকশা অনুযায়ী লাল পতাকা স্থাপন করায় ব্যবসায়ীদের মধ্যে খুশি দেখা গেছে।