এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের সাথে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম মতবিনিময় করেছেন। বুধবার দিনভর তিনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা, বড়দল ও কাদাকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে আসন্ন জেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে তিনি একজন প্রার্থী হিসাবে এ মতবিনিময় করেন। ঐ দিন দুপুরে বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময়কালে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এছাড়াও পৃথক পৃথক ইউনিয়ন পরিষদে গণসংযোগকালে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সদস্য ফিংড়ীর সাবেক চেয়ারম্যান শামছুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদৌস আলফা, মহিতুর রহমান, এ্যাড. শাহনাজ পারভীন মিলি, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, ঢালী সামছুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা আসমাউল হুসাইন, পাইকগাছার লস্কর ইউপি চেয়ারম্যান তুহিন কাগুজীসহ পৃথক পৃথক ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও মেম্বরবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, বিগত দিনে আপনারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি সব সময় আপনাদের পাশে থেকে সকলের সহযোগিতা নিয়ে কাজ করেছিলাম। এসময় আগামী নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করার আহŸান জানিয়ে সাতক্ষীরা জেলাকে একটি আধুনিক ডিজিটাল জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।