বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার উপজেলার বিভিন্ন মন্দিরে তিনি গমন করে সার্বিক অবস্থা সম্পর্কে খোজ খবর নেন। এদিন প্রথমে তিনি আশাশুনি সদর দুর্গা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেন। সার্বিক পরিবেশ, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আনসার ভিডিপি সদস্যসহ স্বেচ্ছাসেবকদের কর্মকান্ড সম্পর্কে অবহিত হন। সার্বিক অবস্থা বিবেচনায় রেখে তিনি বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। পরে তিনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা, ফকরাবাদে ও বুড়িয়া পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহীর রনি আলম নূর ও তাঁর সহধর্মিণী এবং বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা তার সাথে ছিলেন।