আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে হিন্দু ধর্মীয় পার্বন সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুজার আয়োজন করা হয়। আশাশুনি সরকারি কলেজের আয়োজনে বিদ্যাদেবী সরস্বতী পুজা অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও সর্বসাধারণ অংশ নেন। পুজা পরিচালনা করেন অবঃ অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্ত্তী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবত্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান, অনুষ্ঠানের আহবায়ক প্রভাষক মাখন লাল দফাদার, কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যাদেবী সরস্বতী পুজার আয়োজন করা হয়। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এ পুজার আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী প্রমুখ অনুষ্ঠানে যোগদান করেন। বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া গ্রামের দূর্গ মন্দির, হরী মন্দির, পাইথালী তমাল তলা মন্দিরসহ বিভিন্ন মন্দির চত্বরে, উপজেলার বহু কলেজ, কলেজিয়েট স্কুল, মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন বাড়িতে বাড়িতে ধুমধামের সাথে পুজা অনুষ্ঠিত হয়েছে।