আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সদর ইউনিয়নের বড় দূর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পূর্বে উপস্থিত সকল মুুসল্লিদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। সভাপতি পদে দু’জন প্রার্থী ছিলেন। মোঃ আজহারুল ইসলাম মোড়লের পক্ষে সর্বোচ্চ ৩২ জন মুসল্লী হাত উচু করে সমর্থন দেয়ায় তিনি সভাপতি নির্বাচিত হন। অপর প্রার্থী আঃ রহিম খোকনের পক্ষে ২২ জন মুসল্লী সমর্থন প্রদান করেন। এছাড়া মোঃ নফিল উদ্দীন সরদারকে সাধারণ সম্পাদক ও মোঃ ফরিদুল ইসলাম (মিলন) কে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।