শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

আশাশুনির মরিচ্চাপ বেইলী ব্রীজে প্রতিনিয়ত ভয়াবহ যানজট \ জনদূর্ভোগে পথচারীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনি মরিচ্চাপ নদীর উপর নির্মীত বেইলী ব্রীজের উপর যানজট নিত্যদিনের ব্যাপারে পরিণত হয়েছে। সোমবার বিকালেও ভয়াবহ যানজটে পড়ে সড়কের যানবাহন ও সাধারণ পথচারীরা। সরোজমিনে দেখা যায়, বেইলী ব্রীজটি খুবই সংকীর্ণ হওয়ায় বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ উঠলে অন্য যানবাহন চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায়। এজন্য প্রতিদিন অনেকবার যানজটের সৃষ্টি হয়ে থাকে। ব্রীজের উপর যানজটের কারণে উভয় পাড়ে অসংখ্য যানবাহনকে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে দেখা যায়। ফলে সড়কে চলাচলকারী যাত্রীবাহী মিনিবাস যেমন চরমভাবে বিপদে পড়ে থাকে, তেমনি চাকরীজীবি, জরুরী তাড়া থাকা অন্য যানবাহনের আরোহীরা এবং এ্যাম্বুলেন্স যাত্রী ও রোগিদেরকে পড়ে থাকতে হয় মহা বিপাকে। ব্রীজের দু’মাথায় ট্রাফিক ব্যবস্থা বা স্থানীয়ভাবে ম্যানেজমেন্ট ব্যবস্থা থাকার তাগিদ এলাকাবাসীর থাকলেও সেটি সম্ভব হয়নি। যদিও বাস মালিক সমিতি তাদের মিনিবাস চলাচলে বিপত্তি কাটিয়ে তুলতে নিজস্ব উদ্যোগে ব্যবস্থা নিয়েছেন। তারপরও প্রতিদিনই কোন না কোন সময় যানজটের ঝামেলা পোহাতে হচ্ছে এই সড়কে যাতয়াতকারী যানবাহনগুলোকে। বৃহস্পতিবার বিকালেও অপরিকল্পিতভাবে যানবাহন ব্রীজে উঠলে মুহূর্তের মধ্যে জ্যাম বেধে যায়। এসময় দু’পাশে দীর্ঘ লম্বা একাধিক সারির যানবাহন ঠাঁই খাড়িয়ে থাকায় বিষয়টি নিদারুন কষ্টকর পরিবেশের সৃষ্টি করে। ভয়াবহ যানজটে পড়ে শত শত মানুষ তথা যাত্রী সাধারণের ভোগান্তির শেষ হতে চাইছিল না। এরকম যানজট প্রতিদিনই এ ব্রীজটিতে লেগেই থাকে। উপজেলাবাসী এ ধরনের যানজট এর হাত থেকে রক্ষা পেতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com