বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

আশাশুনির মরিচ্চাপ সেতুর অধিগ্রহণকৃত জমি দখল নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনির সদ্য নির্মিত মরিচ্চাপ সেতুর অধিগ্রহনকৃত সম্পত্তি দখল নিয়ে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। গত এক সপ্তাহ যাবৎ আশাশুনির শ্রীকলস গ্রামের জনৈক হাবিবুরসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ একের পর এক মরিচ্চাপ সেতুর অধিগ্রহনকৃত সরকারী সম্পত্তি জবর দখল নিয়ে দোকানপাট নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য আশাশুনি গ্রামের মৃত আনার আলী সরদারে ছেলে আইয়ুব আলী সরদার বাদী হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, উপ-বিভাগ প্রকৌশলী ও সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তার লিখিত অভিযোগে জানাগেছে, আশাশুনি উপজেলা সদরের মরিচ্চাপ নদীর নির্মিত সেতুটি উপজেলারসহ বিভিন্ন এলাকার জনসাধারন যোগাযোগের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছেন। অত্র সেতু নির্মাণ এর জন্য সড়ক বিভাগ নদীর দুই পাশে জমি অধিগ্রহন করেন। কিন্ত দুঃখের বিষয় এখন সেতুর দুপারের সড়ক ও সৌন্দর্য বর্ধনের কাজ সমাপ্ত হওয়ার পূর্বেই এক শ্রেণির প্রভাবশালীরা স্থাপনা নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। এ্যাপারে অধিগ্রনকৃত সম্পত্তি উদ্ধারসহ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com