বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের এক মস্তিষ্ক বিকৃত গৃহবধু গত পাঁচদিন যাবত নিখোঁজ রয়েছে। এব্যাপারে ঐ গৃহবধূর স্বামী মিজানুর রহমান আশাশুনি থানায় সাধারন ডায়রী করেছেন। যার নম্বর- ১২২৮ তাং-৩১/০৩/২২। ডায়রী সূত্রে জানাগেছে, আদালতপুর গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে মিজানুর গাজীর স্ত্রী আকলিমা খাতুন (৪০) অনুমানিক ৮/৯ বছর পূর্ব থেকে মস্তিষ্ক বিকৃত অবস্থায় আছে। সেকারণে তিনি অর্ধ পাগলের ন্যায় বিভিন্ন সময়ে বাড়ী হতে এদিক ওদিক চলে যায়। তারপর সবাই মিলে খোঁজাখুজি করে তাকে বাড়ীতে নিয়ে আসা হয়। বহু ডাক্তার কবিরাজ দ্বারা চিকিৎসা করালেও তার মাথার সমস্যা ভালো হয়নি। এরই ধারাবাহিকতায় গত ২৭ মার্চ’২২ রবিবার সন্ধ্যা অনুমানিক ৭টার দিকে পূনরায় সে বাড়ির কাউকে কিছু না বলে কোথায় চলে গেছে। এরপর থেকে এসএম মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও প্রোপাইটার মেহেদী হাসান ও শাহিন খান এর সার্বিক সহযোগিতা নিয়ে আত্মীয় স্বজনের বাড়ীসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। লম্বাকৃতির শ্যামলা বর্ণের ঐ গৃহবধূর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরোনে ছাফা রঙের স্যালোয়ার কামিজ ছিল। কোন ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে তার স্বামী মিজানুর এর মোবাইল নং-০১৭২৫-৩৫৮২৭৬ তে যোগাযোগ করার জন্য অনরোধ জানানো হয়েছে।