বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিতে সুপণ্য মৎস্য মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) মৎস্য সেটে দু’দিনের মেলা উদ্বোধন করা হয়। সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের সুপণ্য মৎস্য মেলা মহেশ্বরকাটি মাছ বাজারে মাছ চাষিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হচ্ছে। “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” প্রকল্পের আওতায় মেলায় ক্ষুদ্র মৎস্য উদ্যোক্তা চাষিরা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে উপস্থিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায়, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এবং নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর সহায়তায় জানালা বাংলাদেশ এই মেলার আয়োজন করে। জানালা বাংলাদেশ লিমিটেড এর মার্কেট এক্টিভেশন ডিপার্টমেন্ট এর এক্সিকিউটিভ মোঃ নাজমুল হক আশিক মেলার শুভ উদ্বোধন করেন। আয়োজকরা জানান, স্থানীয় মাছ চাষি ও ব্যবসায়ীরা এ প্রকল্পের মাধ্যমে লাভবান হবেন।