স্টাফ রিপোর্টার ॥ আশাশুনি উপজেলার শোভনালীর মেসার্স গাজী ব্রিকস (ইটভাটা) দখলের ঘটনা ঘটেছে। ইটভাটার মালিক সদর উপজেলার বাটকেখালী গ্রামের আব্দুল মান্নানের পুত্র মোঃ মিজানুর রহমান এর মালিকাধীন। ২০১৩ সাল থেকে অত্যন্ত সুনামের সাথে স্বচ্ছতার ভিত্তিতে ব্যাংক ঋণ এর মাধ্যমে চলমান ইটভাটাটি গত ছয় আগস্ট জোরপুর্বক দখল করেছে আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের মৃত আব্দুর রবের পুত্র রাশেদ আহমেদ খোকা। ভাটা মালিক মিজানুর রহমান দৃষ্টিপাতকে জানান ৪০/৫০ জনের সাঙ্গাপাঙ্গা নিয়ে খোকা অতর্কিত হামলা চালিয়ে ভাটাটি দখল করে এবং সমুদয় মালামাল লুট করে। মিজানুর রহমান আরও জানান ভাটা দখলের পাশাপাশি খোকা আমার জীবন নাশের হুমকি দিচ্ছে। মিজানুর রহমান আরও জানান আমার কোন রাজনৈতিক পরিচয় নেই অন্যদিকে খোকা রাজনীতির নামে দুর্বৃত্তপনায় লিপ্ত। এবং সম্পূর্ন শক্তি মহড়ায় আমার ভাটা দখল করেছে। অবৈধ ভাবে শক্তির মহড়ায় ভাটা দখল, ভাটার মালামাল লুট এবং প্রতিকার প্রার্থনা করে মিজানুর রহমান সাতক্ষীরায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর টিম প্রধান বরাবর আবেদন জানিয়েছেন।