স্টাফ রিপোর্টার ॥ আশাশুনির শোভনালীর ব্যক্তি মালিকাধীন মেসার্স গাজী ব্রিকস (ইটভাটা) রাতারাতি সশস্ত্র সন্ত্রাসী চক্রকর্তৃক দখলের ঘটনা ঘটেছে বলে জানান ভাটা মালিক সাতক্ষীরা সদরের বাটকেখালী গ্রামের মোঃ আব্দুল মান্নানের পুত্র মিজানুর রহমান। ভাটা মালিক জানান, চাপড়া এলাকার মৃত আব্দুর রবের পুত্র রাশেদ আহমেদ খোকা সরকার পতনের সুযোগে অব্যাহত ভাবে চাঁদা দাবীকে অগ্রাহ্য করায় গত ৬ আগস্ট ৪০/৫০ জন সংঘবদ্ধ সন্ত্রাসী দল নিয়ে ইটভাটা হতে ভাটা কর্মচারীদের বের করে দেয় এ সময় অস্ত্রের মুখে আমাকেও আমার কর্মচারীদের বেদম মারধোর করে। ভাটায় থাকা ১৬ লক্ষ ইট নিয়মিত লুটতরাজ করে চলেছে একই সাথে ইটভাটায় থাকা গরু, ছাগল, হাস মুরগী, মাছ, মেশিন পত্র সহ ১ কোটি ৬০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েগেছে। ভাটা সহ ভাটা এলাকায় খোকার নেতৃত্বে সন্ত্রাসী চক্র ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছে। ভাটা মালিক মিজানুর রহমান আরও জানায় সন্ত্রাসী চক্রের হোতা ভাটা লুটকারী রাশেদ আহমেদ খোকা অব্যাহত ভাবে আমাকে হত্যার হুমকি প্রদর্শন করে চলেছে। ইতিমধ্যে কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে তিনি জানান।