আশাশুনি ব্যুরো \ আশাশুনির শ্রীউলায় গলঘোষিয়া নদীর বেড়িবাঁধ বড় ধসে (গর্ত) জোয়ারের পানি লোকালয়ে ঢুকে কয়েকটি মৎস্যঘের প্লাবিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকালে গলঘেসিয়া নদীর অস্বাভাবিক জোয়ারে শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামে স্লুইসগেট সংলগ্ন এলাকায় বেড়িবাঁধে তিন থেকে চার ফুট একটি বড় গর্তের সৃষ্টি হয়। গর্ত দিয়ে নদীর পানি প্রবল গতিতে ভেতরে ঢুকে আশেপাশের কয়েকটি মৎস্যঘের প্লাবিত হতে থাকে। বেড়িবাঁধের দুরাবস্থার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। ভাটা নামতেই পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয়রা সাময়িকভাবে পানি প্রবেশ রোধ করতে সক্ষম হন। স্থানীয় সাংবাদিক কামাল হোসেন জানান, বেড়িবাঁধটি আগে থেকেই জরাজীর্ণ অবস্থায় ছিল। নদীর অস্বাভাবিক জোয়ারে সেখানে বড় গর্তের সৃষ্টি হয়। জোয়ারের পানি ভেতরে ঢুকে কয়েকটি মৎস্য ঘের প্লাবিত হয়েছে। দ্রুত টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ করা জরুরী, না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে। এ বিষয়ে পাউবোর সেকশন অফিসার (এসও) আব্দুল আলিম জানান, বেড়িবাঁধের দুরাবস্থার খবর পেয়েই আমরা প্রয়োজনীয় মালামাল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের সহায়তায় বালি ভর্তি জিও বস্তা ফেলে ক্ষতিগ্রস্ত জায়গাটিতে সংস্কারের কাজ শেষ করা হয়েছে। টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।