আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির শ্রেষ্ঠ গ্রাম পুলিশ উজ্জল কুমারকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার আশাশুনি থানা চত্বরে তার হাতে পুরস্কার তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম পিপিএম। উপজেলার দরগাহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ উজ্জ্বল কুমার বিভিন্ন সময় থানা পুলিশকে সহায়তায় করায় গত আগস্ট মাসের শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসাবে তাকে নির্বাচিত করা হয়। এসময় ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেনসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।