বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ এর নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। নব-নির্বাচিত চেয়ারম্যান ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎকালে হাসপাতালের সার্বিক অবস্থা সম্পর্কে খোজখবর নেন। এসময় তিনি উপজেলাবাসীর সুচিকিৎসা ও সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনার কথা স্বাস্থ্য কর্মকর্তাকে জানান। এছাড়াও তিনি হাসপাতালের বর্তমান সমস্যাগুলো সমাধানের জন্য উর্দ্ধতন নেতা ও কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে জানান। পরে তিনি হাসপাতালের সকল ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন।