আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি সদরের বিভিন্ন সড়ক পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ করলেন আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকবৃন্দ। রবিবার সকালে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে তারা রাস্তায় নামেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর নেতৃত্বে অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে এসময় উপজেলা পরিষদের সামনে থেকে বাজার মুখো সড়কেরর ময়লা, আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সারা দেশে শিক্ষার্থীদের সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার, ওয়াল সুন্দর করা, ট্রাফিক আইন বাস্তবায়ন, সড়ককে যান চলাচলে শৃংখলা বজায় রাখতে কাজ করার যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তারই অনুসরনে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের কার্যক্রমে পথচারীদের মুখে প্রশংসার অন্ত ছিলনা।