শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

আশাশুনির ১০৮ দুর্গামন্দিরে সহায়তা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলায় শারদীয়া দুর্গোৎসব আয়োজনকারী ১০৮টি দুর্গা মন্দিরকে সরকারি সহায়তা ও এমপি রুহুল হকের ব্যক্তিগত সহায়তার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি সদর মন্দির প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে টাকা বিতরণ করা হয়। সরকার কর্তৃক পূজা মন্দিরের জন্য বরাদ্দকৃত টাকা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র ব্যক্তিগত তহবিল হতে বরাদ্দকৃত টাকা উপজেলার পূজা উদযাপন পরিষদের হাতে পৌছানো হয়। পূজা উদযাপন পরিষদ বৃহস্পতিবার ১১ ইউনিয়নের ১০৮টি দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি অনুদানের (প্রত্যেক মন্দিরের জন্য) ১৯ হাজার ৬২৫ টাকা ও এমপি মহোদয়ের পক্ষ থেকে অনুদানের ১০০০ টাকা করে তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি উপস্থিত ছিলেন। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্ত্তী, কালিপদ, সমীরন কুমার, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে টাকা বিতরণ করেন। এসময় সকল ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com