আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার ৩৭ টি গীর্জায় জাক জোমকপূর্ণ পরিবেশে যিশু ক্রিস্টের জন্ম দিন উপলক্ষে বড়দিন পালন করা হয়েছে। খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ধর্মীয় আচার, আনন্দ—উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে শুভ বড়দিন উদযাপন করে। এছাড়া ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজের উপহারে মেতে উঠেছিল শিশুরা। এছাড়া আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার বুধহাটা জপমালা রানী গীর্জায় যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে অন্যান্য আচার অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করে। গীর্জার বড়দিন উদযাপন কমিটির সভাপতি সুজন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ ও শুরা সদস্য এড. শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ব্যবসায়ী আলহাজ্ব গাউসুল হোসেন রাজ, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী, রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ।